অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা বলেন-এশিয়া প্রশান্ত মহাসাগর বেস্টনী এ্যামেরিকার সমৃদ্ধি ও নিরাপত্তার জন্যে গুরুত্বপুর্ণ  


প্রেসিডেন্ট বারাক ওবামা এশিয়া প্রশান্ত মহাসাগরবর্তী দেশসমুহকে আবার নতুন করে আশ্বস্ত করেছেন- অঞ্চলটির কৌশলগত পুন:ভারসাম্য প্রতিষ্ঠা করণ দীর্ঘ কাল বহাল রইবে কেননা এতে দেশগুলোর জাতীয় স্বার্থের প্রতিফলন রয়েছে।

আজ মঙ্গলবার লাওসের ভিয়েনটিয়েনে প্রদত্ত ভাষনে ওবামা বলেন-আগামী শতাব্দীতে এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চল যে এ্যামেরিকা ও বিশ্বের জন্যে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যুক্তরাষ্ট্রে কথাটা ব্যাপক বিস্তৃতভাবে মনে করা হয়ে থাকে। ভিয়েটিয়েনের লাও ন্যাশনাল কালচারাল হলে আনুমানিক সহস্রাধিক শ্রোতৃমন্ডলীর উপস্থিতিতে প্রেসিডেন্ট একথা বলেন। উল্লেখ্য, দেশটিতে যুক্তরাষ্ট্রের গদ্দীনশীন কোনো প্রেসিডেন্টের এটাই প্রথম সফর।

সরকারী কর্মকর্তা,লাওস ও দক্ষিনপূর্ব এশিয়ার দেশসমুহের সংস্থা আসিয়ান সংশ্লিষ্ট কর্তাব্যক্তিসমুহ ব্যাসাপতি-ছাত্র, সুশীল সমাজের নেতৃবৃন্দ-নারী সমাজের প্রতিনিধিবৃণ্দ ঐ বক্তৃতার সময় হলে উপস্থিত ছিলেন। ওবামা বলেন- এশিয়া প্রশান্ত মহাসাগর বেস্টনী অন্তর্গত অঞ্চলের সঙ্গে সংশ্লিষ্টতা এ্যামেরিকার ভবিষ্যত সমৃদ্ধি ও নিরাপত্তার জন্যে অতীব গুরুত্বপুর্ণ।

XS
SM
MD
LG