অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেণ্ট ওবামা মঙ্গলবার রাতে কংগ্রেসের যুগ্ম অধিবেশনে রাষ্ট্রীয় পরিস্থিতি সম্পর্কিত স্টেইট অফ দ্য য়ুনিয়ন ভাষণ দেন


প্রেসিডেণ্ট ওবামা মঙ্গলবার রাতে কংগ্রেসের যুগ্ম অধিবেশনে রাষ্ট্রীয় পরিস্থিতি সম্পর্কিত স্টেইট অফ দ্য য়ুনিয়ন ভাষণ দেন
প্রেসিডেণ্ট ওবামা মঙ্গলবার রাতে কংগ্রেসের যুগ্ম অধিবেশনে রাষ্ট্রীয় পরিস্থিতি সম্পর্কিত স্টেইট অফ দ্য য়ুনিয়ন ভাষণ দেন

প্রেসিডেন্ট বারাক ওবামা আজ মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের যৌথ অধিবেশনে তাঁর মেয়াদ কালের তৃতিয় রাষ্ট্রীয় পরিস্থিতি সম্পর্কীত বা State of the union ভাষন দেবেন । প্রেসিডেন্টকে তাঁর সমর্থকদের উদ্দেশে রেকর্ড করা এক ভিডিও চিত্রে বলতে দেখা গিয়েছে যে , তিনি অর্থনীতিকে টেকসই করে গড়ে তোলার লক্ষ নিয়ে একটা নীলনকশা উত্থাপন করবেন তাঁর এ ভাষনে এবং সেই সঙ্গে উত্পাদন খাত , পরিবেশ বান্ধব জ্বালানী , শিক্ষা , এ্যামেরিকান মূল্যবোধ – যেগুলো কিনা মধ্যবিত্ত শ্রেনীর লোকজনের জন্যে বেশি জরূরী তার ওপর জোর দেবেন । প্রেসিডেণ্ট ওবামা এমোন একটা অর্থনীতির কথা বলতে চান যেটা কিনা সবার জন্যেই প্রযোজ্য হতে পারে মুস্টিমেয় কিছু বিত্তশালির জন্যেই শুধু নয় । প্রেসিডেণ্ট ২ হাজার বারো সালের পূনর্নিবাচনকে সামনে রেখে সে লক্ষে যাই গুরুত্বপূর্ণ বলে প্রতিয়মান হতে পারে সে সবের অবতারনা করবেন তাঁর এই State of the union ভাষনে – মনে করা হচ্ছে ।

XS
SM
MD
LG