অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট বারাক ওবামা তুরস্ক ও রাশিয়ার পরস্পর বিরোধী মনোভাবে রাশ টানার আহ্বান জানালেন


রাশিয়ার জঙ্গী-জেট বিমান তুরস্কের আঘাতে ভুপাতিত হওয়ায় যে টানটান উত্তেজনা পরিস্থিতির উদ্ভব ঘটে তারই সপ্তাহ খানেক বাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এখন দেশ দু’টির মধ্যেকার পরস্পর বিরোধী মনোভাবে রাশ টানার আহ্বান জানালেন এবং সিরিয়া সংঘাতে এককাট্রা অবস্থা কায়েমের ডাক দিলেন তিনি ।বললেন- আমাদের সবারই অভিন্ন শত্রু ঐ ISIL এবং ঐ হূমকি পানেই যেন নজর যায়, সিরিয়ায় একটা কিছু রাজনৈতিক নিস্পত্তি হোক ,সেটাই আমি নিশ্চিত করতে চাই।এ্যাক্ট-

জাতিসংঘ জলবায়ু সম্মেলন চলতে থাকা অবস্থায় পৃথক আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িব এরদোয়ানের সঙ্গে কথাবার্তার পর প্রেসিডেন্ট ওবামা এ মন্তব্য করেন। তুরস্কের আঘাতে রাশিয়ার ঐ জেট-জঙ্গী বিমান SU-24 ভূপাতিত হবার এক সপ্তাহ পর আজ মঙ্গলবার প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তুর্কি প্রেসিডেন্টের এ আলোচনা হলো। তুরস্ক বলে- বিমানটি তার আকাশ সীমার ভেতরে ঢুকেছিলো।রাশিয়া জোর দিয়ে বলে চলেছে জেট বিমানটি তুরস্কের আকাশ সীমায় ঢোকে নি এবং প্রতিক্রিয়া স্বরুপ তারা আঙ্কারার বিরুদ্ধে অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করেছে।

প্যারিসে- ওবামা, যুক্তরাষ্ট্রের মিত্রের প্রতিই সমর্থন ব্যক্ত করেছেন-পূর্ববতই।

XS
SM
MD
LG