অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা কিউবায় তিন দিনের ঐতিহাসিক সফর শুরু করেছেন


Cuba Obama
Cuba Obama

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবায় তিন দিনের এক ঐতিহাসিক সফর শুরু করেছেন। তিনি মেঘলা আকাশ এবং হাল্কা বৃষ্টির মধ্যে হাভানা বিমানবন্দরে অবতরণ করেন। তার আগে তিনি টুইটার বার্তায় বলেন, তিনি কিউবার মানুষের সাথে সরাসরি সাক্ষাত এবং কথা বলতে চান। প্রায় নব্বুই বছর আগে প্রেসিডেন্ট ক্যলভিন কুলিজ ওই দ্বীপ রাষ্ট্র্র সফর করার পর এই প্রথম একজন আমেরিকান প্রেসিডেন্ট সে দেশে গেলেন। ১৯৫৯ সালে ফিডেল ক্যাস্ট্রো ও তার গেরিলা বাহিনী, যুক্তরাষ্ট্র সমর্থিত ফুলহেনসিও বাটিস্টা সরকারের পতন ঘটানোর পর, এই প্রথম কোন আমেরিকান নেতা এক ঐতিহাসিক সফরে গেলেন। সাবেক প্রেসিডেন্ট ফিডেল ক্যাস্ট্রো এখনও বেঁচে আছেন। তবে প্রেসিডেন্ট ওবামার তার সঙ্গে সাক্ষাৎ করার কোন কথা নেই। প্রেসিডেন্ট ওবামা, কিউবার বর্তমান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর সঙ্গে বৈঠক করবেন। রাউল ক্যাস্ট্রো হচ্ছেন ফিডেল ক্যাস্ট্রোর ছোট ভাই।

XS
SM
MD
LG