অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার জন্য পলাতক আফগান তালেবান নেতারা চাপের সম্মুখীন


Pakistan and Afghanistan
Pakistan and Afghanistan

কর্মকর্তা ও বিদ্রোহীদের সূত্রে ভয়েস অফ আমেরিকাকে জানানো হয়, পলাতক আফগান তালেবান নেতারা চাপের সম্মুখীন হচ্ছেন যাতে তারা ব্যবসা গুটিয়ে পরিবার সহ পাকিস্তান থেকে স্থানান্তরিত হন। তারা কাবুলে শান্তি আলোচনায় যোগ দিতে অস্বীকার করেছেন।

পরিচয় দিতে অনিচ্ছুক এক উর্ধতন পাকিস্তানী কর্মকর্তা, যিনি আফগান নীতি বিষয়ে সরাসরি সংশ্লিষ্ট, বলেছেন তালেবানের উপর চাপ অব্যাহত রয়েছে এবং অনেকে ইতিমধ্যে সে দেশ ছেড়ে গেছে বা যাচ্ছে। ওই কর্মকর্তা নিজের পরিচয় দিতে চাননি কারণ পাকিস্তান সরকার ওই দমন অভিযানের কথা প্রকাশ্যে এখনও স্বীকার করেনি। পাকিস্তান থেকে প্রায় ৩০ লক্ষ রেজিট্রিকৃত বা কাগজপত্র বিহীন আফগান শরণার্থীকে পাকিস্তান থেকে অগ্রিম পুনর্বাসন করানোর নীতিরই একটা অংশ ওই দমন অভিযান।

XS
SM
MD
LG