অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে শিয়া প্রতিবাদকারীরা নিহতদের সমাহিত করেছে


পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলের শহর কোয়েটায় শিয়া সম্প্রদায়ের লোকজন নিহত ৮৯ জনকে কবর দেওয়া শুরু করেছেন। সুন্নি চরমপন্থী গ্রুপ লাসকারে জাংভী বোমা বিস্ফোরণ করে শিয়াদের হত্যা করে।

বোমা বিস্ফোরনের ঘটনার পর হাজার হাজার মানুষ বিক্ষোভে যোগ দেন এবং তারা নিহতদের কবর দিতে অস্বীকার করেন যতক্ষন না সরকার শিয়াদের সুরক্ষার ব্যবস্থা করবে এবং সাম্প্রদায়িক সহিংসতা থামানোর লক্ষ্যে পদক্ষেপ নেবে। বেশ কয়েকদিন প্রতিবাদ বিক্ষোভের পর প্রতিবাদকারিরা মঙ্গলবার বিক্ষোভ থামানোর ও নিহতদের কবর দেওয়ার বিষয়ে সম্মত হয়।

বেশ কয়েক ঘন্টা আগে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বলেছে বোমা বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য সন্দেহভাজন চারজন চরমপন্থীকে তারা হত্যা করেছে।

স্থানীয় বার্তা মাধ্যমে বলা হচ্ছে অন্যান্য সাত জন সন্দেহভাজন ব্যাক্তিকে তল্লাশী অভিযানে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বালুচিস্তানের রাজধানী কোয়েটাতে ওই তল্লাশী অভিযান শুরু হয়।
XS
SM
MD
LG