অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান নেটোর পচনশীল রসদ সরবারাহের জন্যে সিমিত সময়ের অনুমতি দিয়েছে


পাকিস্তান নেটোর পচনশীল রসদ সরবারাহের জন্যে সিমিত সময়ের অনুমতি দিয়েছে
পাকিস্তান নেটোর পচনশীল রসদ সরবারাহের জন্যে সিমিত সময়ের অনুমতি দিয়েছে

পাকিস্তান বলছে – প্রতিবেশি দেশ আফগানিস্তানে মোতায়েন নেটোর সৈন্যদের জন্যে পচনশীল খাদ্য সম্ভার সরবরাহের অস্থায়ি অনুমতি তারা নেটোকে মজ্ঞুর করেছে । আফগানিস্তান অভিমুখি নেটোর রসদ সরবরাহের সীমান্ত পারাপার পথ পাকিস্তান আটকিয়ে দেয় তিন মাসের কিছু কম সময় আগে , নভেম্বরের জোট বাহিনীর তরফে সীমান্ত পারের আক্রমন অভিযানে ২৪ পাকিস্তানী সৈন্য নিহত হবার পর ।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মূখতার বলেছেন – পচনশীল দ্রব্যাদি বিমানে করে নিয়ে যাবার জন্যে নেটোকে পাকিস্তান তার আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেবে সিমিত সময়ের জন্যে । মন্ত্রী বলেন – খাদ্যদ্রব্যের মতো পচনশীল দ্রব্য আর অর্ডার না আনানোর জন্যে জোট বাহিনীকে তিনি পরামর্শ দিয়েছেন ।

XS
SM
MD
LG