পাকিস্তান বলছে – প্রতিবেশি দেশ আফগানিস্তানে মোতায়েন নেটোর সৈন্যদের জন্যে পচনশীল খাদ্য সম্ভার সরবরাহের অস্থায়ি অনুমতি তারা নেটোকে মজ্ঞুর করেছে । আফগানিস্তান অভিমুখি নেটোর রসদ সরবরাহের সীমান্ত পারাপার পথ পাকিস্তান আটকিয়ে দেয় তিন মাসের কিছু কম সময় আগে , নভেম্বরের জোট বাহিনীর তরফে সীমান্ত পারের আক্রমন অভিযানে ২৪ পাকিস্তানী সৈন্য নিহত হবার পর ।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মূখতার বলেছেন – পচনশীল দ্রব্যাদি বিমানে করে নিয়ে যাবার জন্যে নেটোকে পাকিস্তান তার আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেবে সিমিত সময়ের জন্যে । মন্ত্রী বলেন – খাদ্যদ্রব্যের মতো পচনশীল দ্রব্য আর অর্ডার না আনানোর জন্যে জোট বাহিনীকে তিনি পরামর্শ দিয়েছেন ।