অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের একটি বাজারে বোমা বিস্ফোরণে ১৫জন নিহত


PAKISTAN MAP
PAKISTAN MAP

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে কর্মকর্তারা বলেছেন রবিবার একটি ব্যস্ত কাপড়ের বাজারে বোমা বিস্ফোরণে অন্তত ১৫জন নিহত হয়, আহত হয় অন্যান্য ৫০ জন। কর্তৃপক্ষ বলেছে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

আফগান সীমান্তে আধা স্বায়ত্বশাসিত কুর্রাম উপজাতীয় অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পারাচিনারে ওই বিস্ফোরণ ঘটে।

কুর্রামের রাজনৈতিক প্রশাসক আমজাদ আলী খান ফরাসী সংবাদ সংস্থাকে বলেছেন বোমাটি একটি ব্যাগে ভোরে বাজারে লুকিয়ে রেখে গেছে কেউ।

ওই উপজাতীয় অঞ্চলে ইসলামিক চরমপন্থীদের সহিংসতা এবং সুন্নি ও শিয়া মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সংঘাত চলছে।

এখনও কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

XS
SM
MD
LG