অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনায় ৭জন নিহত


পাকিস্তানের দক্ষিনাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন প্রাণ হারিয়েছেন। ঐ দুর্ঘটনায় ফিলিপিন্স ও নরওয়ের রাষ্ট্রদূত, মালয়শিয়া এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের স্ত্রী নিহত হন।

কর্মকর্তারা বলছেন শুক্রবার নালতার ভ্যালীতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুজন পাইলট এবং একজন ক্রুও ঐ ঘটনায় প্রাণ হারান।

সামরিক মুখপাত্র মেজর জেনারেল আসিম বাজওয়াল এক টুইটার বার্তায় জানিয়েছেন যে দুর্ঘটনায় পোলান্ড এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত প্রাণে বেঁচে গিয়েছেন তবে প্রচন্ড আঘাত পেয়েছেন।

পাকিস্তানী তালিবান হ্যালিকাপ্টার টি ভুপাতিত করেছে বলে দাবী করেছে। তারা বলছে, তাদের লক্ষ্য ছিল পাকিস্তানের প্রধান মন্ত্রী নাওয়াজ শারিফ।

তবে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের উদ্ধৃতি দিয়ে বলা হয়/ কোন সন্ত্রাসী হামলায় নয় যান্ত্রিক ত্রুটির কারনেই হ্যালিকাপ্টারটি বিদ্ধস্ত হয়েছে।

নরওয়ের কর্মকর্তা বলেন, আমরা গভীর দুঃখের সংগে পাকিস্তানে, রাষ্ট্রদূত লারসনের মৃত্যুর খবর পেয়েছি। তিনি ছিলেন অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞা কূটনীতিক। সহকর্মীরা তাকে অত্যন্ত ভালবাসতেন এবং শ্রদ্ধা করতেন।

XS
SM
MD
LG