অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান, কাশ্মীরের গিলগিট বাল্টিস্তানকে অস্থায়ী প্রদেশের পদমর্যাদা দেবে 


পাকিস্তানের প্রধানমন্ত্রী, ইমরান খান, রবিবার পাকিস্তান প্রশাসিত ও নিয়ন্ত্রিত কাশ্মীরকে অস্থায়ী প্রদেশের মর্যাদা দেবার সিদ্ধান্তের কথা জানানI ভারত, যারা কাশ্মীরের ২/৩ নিয়ন্ত্রণ করে, যদিও পুরোটাই দাবি করে থাকে, গিলগিট বাল্টিস্তানকে প্রস্তাবিত প্রদেশের মর্যাদা দেয়ায় নিন্দা প্রকাশ করেছেI

প্রধানমন্ত্রী, ইমরান খান ঐ অঞ্চল সফরে এক জনসভায় বলেন, গিলগিট বাল্টিস্তানকে অস্থায়ী প্রদেশ হিসাবে ঘোষণার সঙ্গে, আমি জনগণকে স্বাগত জানাই, জনগণ যে দাবি করে আসছেন বহুদিন ধরেI

প্রধানমন্ত্রী খান বিস্তারিত কিছু জানান নিI তবে জাতীয় টেলেভিশন সম্প্রচারে বলেন, কাশ্মীর সম্পর্কিত জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের বিধি মোতাবেক এই সিদ্ধান্ত নেয়া হয়েছেI

XS
SM
MD
LG