অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান সীমান্তের কাছে লড়াইয়ে ৭জন পাকিস্তানি সেনা ও বিপুল সংখ্যক জঙ্গী নিহত হয়েছে


North Waziristan and Khyber, Pakistan
North Waziristan and Khyber, Pakistan

পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে আফগান সীমান্তে পাহাড়ি এলাকার কাছে এক প্রচন্ড লড়াইয়ে তারা অন্তত ৮০জন ইসলামপন্থী জঙ্গীকে হত্যা করেছে। ওই লড়াইয়ে পাকিস্তানের ৭জন সেনা প্রাণ হারিয়েছে।

দেশের উত্তরপশ্চিমাঞ্চলের বিদ্রোহ উপদ্রুত খাইবার উপজাতীয় এলাকায় প্রত্যন্ত টিরা উপত্যকায় সংঘর্ষ হয়।

সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল অসীম বাজওয়া খবর দিয়েছেন যে খাইবার ২ শীর্ষক সন্ত্রাস দমন অভিযানে “স্থির ও নিয়মিত ভাবে অগ্রগতি” হচ্ছে। তিনি বলেন আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্তের কাছের এলাকাগুলো থেকে বিদ্রোহীদের নির্মূল করাই ওই অভিযানের লক্ষ্য।

XS
SM
MD
LG