অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে সাতজন ত্রাণকর্মী গুলি বর্ষণে নিহত


পাকিস্তানের উত্তরপশ্চিমে, বন্দুকধারীরা পাকিস্তানি ত্রাণকর্মীদের বহনকারী একটি গাড়িতে অতর্কিত আক্রমণ চালায় এবং সাতজনকে হত্যা করে।

পাকিস্তানের একটি বেসরকারি সংস্থা সাপোর্ট উইথ ওয়ার্কিং সলিউশানস এর মুখপাত্র মোহাম্মদ রাফিক, ভয়েস অফ আমেরিকাকে বলেছেন হত্যার যারা শিকার হয় তাদের ৬ জনই মহিলা – ৫জন স্কুলে শিক্ষিকা এবং এক জন সাস্থ্য কর্মী। এক ব্যাক্তি নিহত হয় এবং গাড়ির চালক আহত হয়।


তিনি বলেন তারা কাজ শেষে ঘরে ফিরছিলেন। সবাই গাড়িতে ছিলেন। প্রকল্প থেকে দেড় কিলোমিটার দুরে ওই ঘটনা ঘটে। বন্দুকধারীরা মোটোর সাইকেলে ছিল এবং কর্মীদের উপর গুলি বর্ষণ করে।

রাফিক বলেন সোয়াবি জেলার খাইবার পাখতুনখোয়া প্রদেশে ওই হামলা হয়।পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ৭৫ কিলোমিটার উত্তর পশ্চিমে সেটি অবস্থিত।

XS
SM
MD
LG