পাকিস্তানের জনাকীর্ণ পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হন। অন্তত আরও ১৪জন নিহত হয়।
পাঞ্জাব প্রাদেশিক সরকারের স্বাস্থ্য বিষয়ক এক উপদেষ্টা সাইদ ইলাহী, রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনকে বলেন যে যারা রবিবার নিহত হন তাদের মধ্যে ছিলেন মন্ত্রী সুজা খানজাদা। উদ্ধারকর্মীরা বলেন মৃতের সংখ্যা সম্ভবত বাড়বে। ধ্বংসস্তুপের নীচে এখনও অনেকে চাপা পড়ে আছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন উত্তরপশ্চিমাঞ্চলের আটক জেলায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির ভেতরে প্রায় ৩০ জন ছিলেন যখন এক আত্মঘাতী বোমা আক্রমণকারী বাড়ির ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। নিরাপত্তারক্ষীরা তাকে দেখতে পায় এবং থামাতে চেষ্টা করেছিল।
বিস্ফোরণে বাড়ি ধ্বসে পড়ে এবং পুলিশ অফিসার সহ বিপুল সংখ্যক মানুষ ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে।
কর্তৃপক্ষ বলেছে সুন্নি চরমপন্থী গ্রুপ লাশকারে জাংভী নিহত মন্ত্রীকে হুমকী দিচ্ছিলো।