অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে বন্দুকধারীরা দু’জন শিয়া মুসলমান ও একজন পুলিশ অফিসারকে হত্যা করে


Pakistan violence
Pakistan violence

পাকিস্তানে এক উর্ধতন পুলিশ অফিসার বলেছেন দেশের উত্তেজনাপূর্ণ দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি পাসপোর্ট অফিসের কাছে দুই ভাই নিহত হয় এবং তাদের বাবা মা আহত হয় যখন কয়েকজন বন্দুকধারী গুলি চালায়।

ওই পুলিশ অফিসার বলেন সোমবার কোয়েটায় ওই ঘটনায় এক পুলিশও নিহত হয়। পুলিশের গুলিতে একজন আক্রমণকারী আহত হয়। হামলাকারীরা সব পালিয়ে যায়।

পুলিশ অফিসার ছাড়া অন্যান্য যার হামলার শিকার হয় তারা সকলেই সংখ্যালঘু হাজারা শিয়া মুসলিম কমিউনিটির সদস্য।

কমিউনিটির সদস্যরা ওই হত্যাকান্ডের প্রতিবাদে, আঞ্চলিক পুলিশ প্রধানের দফতরের বাইরে বস্ত্রে আবৃত নিহতদের দেহ রেখে দেয়।

সহিংসতার দায় কেউ স্বীকার করেনি।

সুন্নি মুসলমান চরমপন্থী গ্রুপগুলো প্রায়ই হাজারা শিয়া মুসলিমদের বিরুদ্ধে হামলা চালায়।

XS
SM
MD
LG