পাকিস্তানের সংসদিয় একটি কমিটি , গত বছর আফগান সীমান্ত বরাবর এলাকায় , নেটোর যে বিমান আক্রমনে ভূলক্রমে ২৪ পাকিস্তানী সৈনিক নিহত হয় , তার জন্যে যুক্তরাষ্ট্রকে নি:শর্তভাবে ক্ষমা চাইতে হবে বলে দাবী করছে ।
চেয়ারম্যান মিয়া রাযা রাব্বানী পাকিস্তান সংসদের যুগ্ম অধিবেশনে কমিটির এ সুপারিশ পাঠ করে শোনান ।
প্যানেল নভেম্বরে সংঘটিত ঐ আক্রমনকে বিনে প্ররোচনায় পরিচালিত বলে অভিহিত করেছে – বলা হয , এ ছিলো পাকিস্তানের স্বার্বভৌমত্বের উদগ্র লংঘন । ওয়াশিংটন আংশিকভাবে ঐ আক্রমনের দায় স্বীকার করেছে – প্রানহানিতে দু:খ প্রকাশ করেছে কিন্তু ক্ষমা প্রার্থনায় রাজি হয়নি – বলেছে , নেটোর পক্ষে আত্মরক্ষার তাগিদে ওটা করা হয়েছে ।
রব্বানী বলেন – ওয়াশিংটনকে তাঁরা তাদের কর্ম তত্পরতা পর্যালোচনা করে দেখতে বলছে এবং পাকিস্তানে সকল প্রকার ড্রোন উড়োজাহাজের হামলা বন্ধ করতে বলছে । পাকিস্তানী সাংসদেরা শেষ পর্যন্ত প্যানেলের সুপারিশ অনুমোদন করবেন বলেই ধারনা করা হচ্ছে ।