অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্টারনেটের ওপর ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের কঠোর সমালোচনা সাংবাদিকদের


ফিলিস্তিনী আদালতের প্রতি সাংবাদিকরা এ্ই আহ্বান জানিয়েছেন যে ৫৯ টি ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার যে সিদ্ধা্ন্ত তাঁরা গ্রহণ করেছেন তা যেন বাতিল করা হয়। তাঁরা বলছেন সমালোচকদের কন্ঠ রোধ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

গত সোমবার দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিন কর্তৃপক্ষের একটি আদালত এই সব ওয়েব সাইট যার অধিকাংশই ফিলিস্তিন, বন্ধ করার আদেশ দেন এই যুক্তিতে যে এগুলো জাতীয় স্বার্থ এবং শান্তির পরিপন্থী।

আন্তর্জাতিক প্রেস ফ্রিডম গোষ্ঠি রিপোর্টার্স উইথাউট বর্ডার্স বলছে যে এই আদেশে সংবাদ মাধ্যমের অনেক সাইট ও রয়েছে যেখানে লক্ষ্ লক্ষ ফেইসবুক অনুসরণকারী যেমন কুদস নেটোয়ার্ক ও রয়েছে।

ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেটের পক্ষে একজন আইনজীবি আলা ফ্রেইজাত বার্তা সংস্থাকে এ এফপিকে বলেছেন যে অ্যাটর্নি জেনারেলের অনুরোধে আদালতের এই সিদ্ধান্ত নেয়া হয় তবে এখন এর বিরুদ্ধে আপিল করা হয়েছে।

XS
SM
MD
LG