অ্যাকসেসিবিলিটি লিংক

উপমহাদেশের  শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তী পন্ডিত রামকানাই দাশের দৌহিত্রী পারমিতা মুমু


Paromita Proma
Paromita Proma

পারমিতা মুমু খুব অল্প বয়সে যুক্তরাষ্ট্রে চলে আসেন। এক বিখ্যাত সঙ্গীত পরিবারে জন্ম নেয়া মুমুর রক্তের ভেতর রয়েছে সঙ্গীত। উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম এক কিংবদন্তী পন্ডিত রামকানাই দাশের দৌহিত্রী মুমু খুব ভাগ্যবান। উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছেন পিতামহ এবং মা , বিশিষ্ট নজ্রুল সঙ্গীত শিল্পী কাবেরি দাশের কাছে। প্রবাসে বড় হয়েও কোলকাতায় গিয়ে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে প্রায় তিন বছর উচ্চাঙ্গ সঙ্গীতে দীক্ষা নিয়েছেন পন্ডিত অজয় চক্রবর্তীর কাছে।৯ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে সঙ্গীত পরিষদ পারমিতা মুমুর গাওয়া প্রভাতী রাগের পরিবেশনা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। ভাটিয়ার, ভৈরব, তোডি ও রাগ ভৈরবী একটানা পরিবেশন করে মিলনায়তন ভর্তি দর্শক শ্রোতাদের বিমোহিত করেন পারমিতা মুমু। অনুষ্ঠানে উপস্থিত কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা মঞ্চে গিয়ে মুমুকে অভিনন্দিত করেন এবং অদুর ভবিষ্যতে বিভিন্ন দেশের সঙ্গিতামোদিদের কাছে মুমুকে উপস্থাপনের আগ্রহের কথা জানান। মর্নিং রাগা শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানে ভায়োলিন বাদনে ছিলেন শ্রুকনা দাশ, হারমোনিয়ামে কাবেরি দাশ, তবলায় মীর নকিবুল ইসলাম, তানপুরায় কৃষ্ণা দেব ও তাহমিন আরা রহমান এবং মন্দিরায় শহিদ উদ্দিন। পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ফাতেমা সাহাব রুমা।

নিউ ইয়রক থেকে এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি আকবর হায়দার কিরন

XS
SM
MD
LG