অ্যাকসেসিবিলিটি লিংক

প্লুটোর বিষুবরেখা সংলগ্ন অঞ্চলে ৩৫০০ মিটার উচু কিছু পাহাড় দেখা গেছে


যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার বিজ্ঞানীদের কাছে প্লুটোর অতি নিকট থেকে তোলা ছবি বিস্ময়কর লেগেছে। প্লুটোর বিষুবরেখা সংলগ্ন অঞ্চলে ৩৫০০ মিটার উচু কিছু পাহাড় দেখা গেছে।

নামবিহিন নাসার মহাকাশযানের বৃহস্পতিবার ঐ ক্ষুদ্রাকৃতির গ্রহ প্লুটোয় থাকা পাহাড়ের সন্ধান প্রদান মহাকাশযানটির গত ১০ বছরের ৪৮০ কোটি কিলোমিটার পিরভ্রমণের সবচেয়ে সাফল্য।

পারমানবিক শক্তি চালিত ঐ যান এযাবৎকালের সকল মহাকাশযানের তুলনায় দ্রুত চলছে। এর গতি ঘন্টায় ৩০হাজার ৮০০ মাইল। প্লুটোর সব ছবি তারই পাঠানো।

XS
SM
MD
LG