অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, মরিসন তাঁর দেশ যখন দাবাগ্নির কারণে হিমশিম খাচ্ছে, তখন ছুটি কাটানোর জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন I দাবাগ্নির কারণে ১০জনের মৃত্যু হয়, ৭০০ মতো ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয় এবং লক্ষ লক্ষ হেক্টর জমি আগুনে জ্বলসে যায় I প্রধানমন্ত্রী মরিসন দেশের এই জল-জ্বলন্ত অবস্থায় আমেরিকায় তখন অবকাশ যাপন করছিলেন I