অ্যাকসেসিবিলিটি লিংক

সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির সহায়তায় কাজ করার আহবান পোপ ফ্র্যান্সিসের


জলবায়ু পরিবর্তন দারিদ্র নিরসন ও সংঘাত বিক্ষুব্ধ অঞ্চল থেকে পালিয়ে আসা উদ্বাস্তুদের সহায়তায় বিশ্ব নেতৃবৃন্দের প্রতি ডাক দিয়েছন পোপ ফ্র্যান্সিস। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারন অধিবেশনে ভাষণদানকালে তিনি সকলের প্রতি পরিবেশ রক্ষা ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির সহায়তায় কাজ করার আহবান জানান।

তিনি বলেন ক্ষমতা ও সম্পদের লোভে আমরা প্রাকৃতিক সম্পদের অপব্যাবহার করি। তাতে সুবিধা বঞ্চিতরা আরো দুর্বল হয়ে পড়েন। বিশ্ব নেতৃবৃন্দের পতি স্প্যানিশ ভাষায় দেয়া বক্তব্যে পোপ এসব কথা বলেন।

জাতিসংঘ সাধারন অধিবেশনে ভাষন দেয়ার পর পোপ তার যুক্তরাষ্ট্র সফরের চতুর্থ দিনে ১১ই সেপ্টম্বর স্মৃতিসৌধে যান। নাইন ইলেভেন মেমোরিয়াল হলে টুইন টাওয়ার ধ্বংসের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সামনে ভাষণ দেন তিনি।

পরে তিনি হার্লেমে রোমান ক্যাথলিক স্কুলে যান এবং সেন্ট্রাল পার্কে হাজার হাজার মানুষের সমাবেশে কথা বলেন। সন্ধ্যায় তিনি মেডিসন স্কয়ার গার্ডনে ২০ সহাজার মানুষের সমাবেশে ভাষন দেবেন।

XS
SM
MD
LG