বিশ্বে আমেরিকার ভাবমূর্তি উন্নীত করা, আবারো আমেরিকার উচ্চ আসন ফিরে পাওয়া এবং দেশ হিসাবে মূল্যবোধকে সর্বাধিকার দেয়ার মনোবল নিয়ে, প্রেসিডেন্ট বাইডেন আজ রাতে কংগ্রেসে কিছুক্ষনের মধ্যেই ভাষণ দিতে চলেছেনI
পররাষ্ট্র নীতি বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের ভাষণে চীন, ইরান ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়গুলি প্রাধান্য পাবে বলে অনুমানI এছাড়াও নেটো জোটের সমন্বয়ে আফগানিস্তান থেকে সময়োচিত সেনা প্রত্যাহার হতে পারে তাঁর অন্য এক গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বিষয়I কারণ সেনা প্রত্যাহারের ব্যাপারে তিনি দৃঢ় সংকল্পবদ্ধI
তবে অভ্যন্তরীণ বড় এক সমস্যার সমাধান তাঁকে খুঁজতে হবে, আর তা হল, সীমান্তে অভিবাসীদের আগমন প্রতিহত করাI সেই লক্ষ্যে ইতিমধ্যেই তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে গুয়াতেমালা, হণ্ডুরাস ও সালভাদোর থেকে আসা, শরণার্থী ও অভিবাসীদের আগমন প্রতিহত করতে ঐসব দেশের নেতাদের সঙ্গে আলোচনার দায়িত্ব দিয়েছেনI
আমেরিকায় টিকা অভিযানের সাফল্যের কৃতিত্বের তিনি দাবীদারI তাঁর নিরলস প্রয়াসের সুফল আমেরিকান জনগণ ইতিমধ্যেই পেতে শুরু করেছেনI প্রেস সচিব জেন সাকি বলেছেন, শিক্ষা ও শিশু পরিচর্যার বিনিয়োগের বিষয়টির ওপর তিনি প্রাধান্য দেবেনI
আমেরিকান জনগণ, তথা সারা বিশ্বের মানুষ আজ প্রেসিডেন্ট বাইডেনের ১০০ দিনের পূর্তিতে নুতন এক সম্ভাবনাময় জীবনের প্রত্যাশায় রয়েছেনI