প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকার পশ্চিম উপকুলের রাজাগুলোতে চার দিনের সফর শুরু করেছেন। প্রথমেই তিনি ওরিগন রাজ্যের রোজবার্গে যাবেন। সেখানে তিনি গত সপ্তাহে বন্দুকের গুলির যারা শিকার হয়েছেন সেই পরিবারগুলোর সঙ্গে সাক্ষাত করবেন।
প্রেসিডেন্ট ওবামা গত বৃহস্পতিবার ওম্পকোয়া কমিউনিটি কলেজে এক বন্দুকধারীর গুলিতে যে ৮জন ছাত্র এবং একজন প্রশিক্ষক প্রাণ হারান তাদের পরিবারের সংগে সাক্ষাত করবেন। বন্দুকধারী ক্রিষ্টফার হার্পার মার্সার গুলিকরে নিজের প্রাণনাশ করেন।
প্রেসিডেন্টের ওই সফরের সময় বিক্ষোভ সমাবেশ হতে পারে বলে মনে করা হচ্ছে। ঐ ব্যাপক হত্যাকাণ্ডের পর প্রেসিডেন্ট অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার আহ্বান জানান ফলে আমেরিকার উত্তরপশ্চিমাঞ্চলের অন্ত্র রাখার পক্ষ সমর্থনকারীদের অনেকেই এতে অসন্তোষ প্রকাশ করেন।