অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতিয় চার বছর মেয়াদের জন্যে শপথ গ্রহন - অভিষেক অনুষ্ঠান


প্রেসিডেন্ট বারাক হুসেইন ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দ্বিতিয় চার বছর মেয়াদের জন্যে হোয়াইট হাউসের এক একান্ত অনুষ্ঠানে শপথ নেন রবিবার ২০ জানুয়ারি । শপথ গ্রহন পরিচালনা করেন সূপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস জুনিয়র । যুক্তরাষ্ট্র সংবিধানের ম্যান্ডেট মোতাবেক ২০ জানুয়ারি বাধ্যতামুলকভাবেই ঐ শপথ গ্রহন অনুষ্ঠিত হয় । পরের দিন ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের সোপান সারিতে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট দ্বিতিয়বার ঐ শপথ নেন এবং এবারও এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয় প্রধান বিচারপতি জন রবার্টস জুনিয়রেরই সভাপতিত্বে , ওয়াশিংটন মলে উপস্থিত আট লক্ষাধিক মানুষের সামনে - প্রকাশ্যে । দিনটি ছিলো প্রেসিডেন্ট ওবামার দু’ই হিরোর অন্যতম নাগরিক অধিকার নেতা নিহত ডক্টর মার্টীন লুথার কিং জুনিয়রের জন্ম্ দিন উপলক্ষে জাতিয় ছুটির দিন ২১ জানূয়ারি । উল্লেখ্য প্রেসিডেন্ট ওবামা আরেক জন যাঁকে তাঁর হিরো রূপে মান্য করেন তিনি হলেন যুক্তরাষ্ট্রের ষোড়শ প্রেসিডেন্ট এব্রাহাম লিংকন । প্রেসিডেন্ট তাঁর শপথ গ্রহনের পর পরই জাতির উদ্দেশে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের সোপান সারির শীর্ষে দাঁড়িয়ে ভাষন দেন । ঐ গোটা অনুষ্ঠানটি ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের বিশেষ অধিবেশনে সরাসরি প্রচার করা হয় । কংগ্রেস ভবন ক্যাপিটল হিল থেকে অনুষ্ঠানে যোগ দেন শেগোফতা নাসরীন কূইন , ভার্জিনিয়া থেকে টেলিফোন সংযোগে অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন সাংবাদিক-ভাস্যকার আরশাদ মাহমূদ , মিশিগানের ওকল্যান্ড য়ুনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবূ নাসেরও অনুষ্ঠানে যোগ দেন অতিথি রুপে ঐ টেলিফোন সংযোগ মারফতই এবং ওয়াশিংটন স্টুডিও থেকে অনুষ্ঠানে যোগ দেন বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার ও অংশ নেন আনীস আহমদ - অনুষ্ঠানটি প্রযোজনা করেন ডেলোরেস ডেভিস - অনুষ্ঠানে প্রকৌশলির দায়িত্ব পালেন করেন নিক্ ইভানফ । অনুষ্ঠান উপস্থাপন করেন সরকার কবীরূদ্দীন ।
please wait

No media source currently available

0:00 0:48:56 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG