অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রহ্মপুত্র নদীর ওপরে চীনের বিশাল বাঁধ নির্মাণের পরিকল্পনা 


Yarlung Tsangpo
Yarlung Tsangpo

চীন সরকার, ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদীর পানি নিয়ন্ত্রণ করতে, তাদের দেশের 'ইয়ারলুং টিসাংপো' নদীর ওপরে বিশাল বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করেছে I এই ঘোষণা নুতন দিল্লি ও বাংলাদেশে গভীর ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করে, কারণ দুটি দেশই অনাদিকাল থেকে কৃষিকাজ, মৎস, পরিবহন ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ব্রহ্মপুত্র নদীর ওপর নির্ভরশীল I

চীনের 'পাওয়ার কনস্ট্রাকশন অব চায়না', নভেম্বর মাসে চীনের তিব্বত এলাকায় 'ইয়ারলুং টিসাংপো' নদীর ওপরে বিশাল ড্যাম নির্মাণের কথা জানায় I এই নদীটি ভারত-বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে পরিচিত I তবে নির্মাণ কাজ শুরু করার দিন তারিখ এখনো ধার্য্য হয় নি I

সমীক্ষকেরা জানাচ্ছেন প্রকল্পটি নির্মিত হলে, দুটি দেশেই তা হয়, ভয়াবহ বন্যা বা পানি শূন্যতার সৃষ্টি করবে I অনুমান করা হচ্ছে ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে, অর্থনৈতিক দিয়ে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে চীন, এই পানি রাজনীতির আশ্রয় নিতে চলেছে I

XS
SM
MD
LG