অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাজিলে প্রেসিডেন্ট বোলসোনারোর অভিশংসনের দাবিতে ব্যাপক বিক্ষোভ 


ব্রাজিলের জাতীয় পতাকায় আবৃত এক মহিলা প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, ২রা অক্টোবর, ২০২১, ছবি ব্রুনো প্রাডো/এপি
ব্রাজিলের জাতীয় পতাকায় আবৃত এক মহিলা প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, ২রা অক্টোবর, ২০২১, ছবি ব্রুনো প্রাডো/এপি

শনিবার ব্রাজিলে হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভে অংশ নেনI বিক্ষোভকারীরা অন্যান্য সমস্যা ছাড়াও, করোনা মহামারী ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে অজনপ্রিয় প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকে অপসারণের দাবি পুনর্ব্যক্ত করেনI

"বোলসোনারো আউট ন্যাশনাল ক্যাম্পেইন"এর অংশ হিসাবে বিপুল সংখ্যক জনতা রিও ডি জেনিরো, সাও পাওলো, ব্রাজিলিয়া এবং কয়েক ডজন শহরে বিক্ষোভে অংশ নেন, যার প্রতি সমর্থন ব্যক্ত করে প্রায় ১২টি বামপন্থী রাজনৈতিক দল ও শ্রমিক গ্ৰুপI

অন্যান্য ইস্যু ছাড়াও ডানপন্থী প্রেসিডেন্ট তাঁর মহামারী ব্যবস্থাপনার জন্য চরম সমালোচনার মুখোমুখি,যে মহামারী সেদেশে প্রায় ৬ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছেI

ক্যান্ডেলারিয়ার পাশ্ববর্তী এলাকায় অবস্থিত,মধ্য রিও ডি জেনিরোতে শত শত লোক"বোলসোনারো নিপাত যাক" স্লোগান দিচ্ছিলেন, বিশাল আকারের ব্যানারেও যে স্লোগান শোভা পাচ্ছিলI

৬৯ বছর বয়সী অবসরপ্রাপ্ত অধ্যাপক, এলিজাবেথ সিময়েস এএফপি মাধ্যমকে জানান,"এবার আমরা তাঁকে বিতাড়িত করবোI রাস্তায় বিক্ষোভরত জনগণের আশা আইনজীবীদের ওপর চাপ সৃষ্টি করা, যাতে করে তাঁর বিরুদ্ধে অভিশংসনের দাবি তোলা যায়"I

বোলসোনারো'র ইমপিচমেন্টের দাবিতে ইতিমধ্যে চেম্বার অব ডেপুটিস বরাবর ১০০টির বেশি অনুরোধ জমা পড়েছে,তবে এর নেতা, আর্থার লিরা, যিনি সরকারের একজন মিত্র এসব অভিযোগের একটিও নিতে অস্বীকার করেনI

সুপ্রিম কোর্ট বোলসোনারো ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগসহ কতিপয় তদন্তের নির্দেশ দিয়েছেI

সাও পাওলোতে শনিবার হাজার হাজার জনগণ মধ্যাঞ্চলীয় পাউলিস্তা এভিনিউতে বিক্ষোভে শামিল হনI যাতে যোগ দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী, সিরো গোমেজI

মধ্যবামপন্থী মন্ত্রী একতার ডাক দিয়ে বলেন,"বোলসোনারো দেশটির জাতীয় অর্থনীতি ধ্বংস করে দিয়েছেনI তাঁর কারণে বিদেশে ব্রাজিল এখন লজ্জার মুখে এবং তিনি কোভিড মহামারীতে মৃত প্রায় ৬ লক্ষ লোকের মৃত্যুর জন্য দায়ী"I

ইতিমধ্যেই শত শত প্রতিবাদকারী ব্রাজিলিয়াতে "এস্প্লানেড অব মিনিস্ট্রি" বরাবর বিক্ষোভে শামিল হনI

স্থানীয় মাধ্যম থেকে ২৭টি প্রদেশের ২৪টিতে এবং ১৪টি প্রাদেশিক রাজধানীসহ ৮৪টি শহরে বিক্ষোভের কথা জানানো হয়I

বিক্ষোভে প্রাক্তন প্রেসিডেন্ট লুইজ ইন্যাসিও লুলা দা সিলভা বা লুলার দল "দি ওয়ার্কার্স পার্টির লাল পতাকাসহ ব্রাজিলের পতাকা দেখা যায়। অন্যান্য বাম এবং মধ্যপন্থী দলের পতাকাও বিক্ষোভে দেখা গেছে যারা ডানপন্থী নেতা বোলসোনারো'র বিরোধিতা করছেI

XS
SM
MD
LG