যুক্তরাষ্ট্র, জেরুজালেমকে ইস্রায়েলের রাজধানী ঘোষণা করায় ফিলিস্থিতিনীরা ক্ষোভ প্রকাশের জন্য 'ডে অফ রেজ' অভিহিত করে প্রতিবাদ বিক্ষোভ করছে। গাজায় শুক্রবার বিক্ষোভ চলাকালে ইস্রায়েলী সেনারা একজন ফিলিস্তিনীকে হত্যা করে। স্বাস্হ্যমন্ত্রক জানিয়েছে, ইস্রায়েল ও গাজা সীমান্তে সংঘর্ষের সময় ৩০ বছর বয়সী মোঃ আল মাসরী নিহত হন। ইস্রায়েলী সেনাবাহিনী এও নিশ্চিত করেছে যে তারা গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনুস শহরে দাংগা উস্কে দেওয়ার জন্যে দুই ব্যক্তিকে গুলি করেছে।
ইস্রায়েলী পুলিশ শুক্রবার বেথলেহেমে ফিলিস্তিনী বিক্ষোভকারীদের উপরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইস্রায়েলের রাজধানী ঘোষণা এবং আমেরিকার দূতাবাসও সেখানে স্থানান্তরের পরিকল্পনার কথা ঘোষণার পর থেকেই ইস্রায়েলী পুলিশ জেরুজালেমে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়েছে।
ঐ এলাকায় প্রায়ই সংঘর্ষ হওয়ার কারণে অতীতে জেরুজালেমে অবস্থিত টেম্পল মাউন্ট চত্বরে প্রবেশের বিষয়ে বয়স সীমা নির্দিষ্ট করে দেয়া হয়েছিল। ইস্রায়েলী পুলিশের মুখপাত্র মাইকী রোজেনফেন্ড জানিয়েছেন, ঐ একলায় এখনও কোন গোলযোগের ইংগিত না পাওয়ায় সেখানে বয়সের বাধ্য বাধকতা আরোপ করা হচ্ছে না। তিনি বলেন, কোন হাংগামা হলে আমরা তাৎক্ষনিক ভাবে এর জবাব দেব। শুক্রবার সারা মধ্যপ্রাচ্য এবং মুসলিম প্রধান দেশগুলোতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হাজার হাজার মানুষ শুক্রবার বিক্ষোভ করে। ইন্দোনেশিয়াসহ আরও অন্যান্য স্থানে বিক্ষোভ হচ্ছে।