অ্যাকসেসিবিলিটি লিংক

নেপালের রাজধানী কাঠমুন্ডতে বিক্ষোভ অনুষ্ঠিত 


মঙ্গলবার, নেপালের রাজধানী, কাঠমুন্ডতে হাজার হাজার প্রতিবাদকারী সংসদ ভেঙে দেবার
সিদ্ধান্ত বদলাতে এবং আগাম নির্বাচনের দাবীতে প্রধানমন্ত্রী, কেপি শর্মা অলি'র বিরুদ্ধে রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেনI করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞা উপেক্ষা করে, প্রতিবাদকারীরা সংসদ ভেঙে দেয়া অসাংবিধানিক জানিয়ে, বিক্ষোভ দেখানI

পুলিশের পক্ষ থেকে ১০,০০০ লোকের প্রতিবাদের কথা জানানো হয়I পুলিশের মুখপাত্র, বসন্ত বাহাদুর কুনওয়ার বলেন, আমরা ১০,০০০ প্রতিবাদকারীদের একটি বিক্ষোভ সাফল্যের সঙ্গে প্রতিহত করেছিI ১৯ বছরের একজন ছাত্র, রাজেশ থাপা বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর সংসদ ভাঙার কোনো ক্ষমতা নেই, তাই তাঁকে এই সিদ্ধান্ত বদলাতে হবেI

XS
SM
MD
LG