অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বব্যাপী মুসলিম জাহানে ভিডিও চলচ্চিত্রের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ



বিশ্বব্যাপী মুসলিম জাহানে নতুন করে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে। করাচীতে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে একজন পুলিশসহ ১৩ জন নিহত হয়েছে ।

পাকিস্তানব্যাপী ইন্টার নেট ভিডিও চলচ্চিত্রের বিরুদ্ধে প্রতিবাদে চলছে। বিক্ষোভকারীরা বলছে হযরত মুহাম্মদ সাঃ কে অসম্মান করা হয়েছে।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এ আর ওয়াই জানিয়েছে, শুক্রবার দক্ষিণ পূর্বাঞ্চলের শহর পেশোয়ারে বিক্ষোভে তাদের একজন কর্মী নিহত হয়েছে। সেখানে একটি প্রেক্ষাগৃহে আগুন জ্বালিয়ে দিলে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি ছুঁড়ে।

রাজধানী ইসলামাবাদ, লাহর এবং করাচীতে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়।
লাহরে যুক্তরাষ্ট্র, বৃটেন,ইস্রায়েলের নিন্দা জানিয়ে পোষ্টার লক্ষ্য করে বিক্ষোভকারীরা জুতো ছুঁড়ে দেয়। পাঞ্জাব প্রদেশে সংসদ ভবনের সমনে সালমান রুশদীর স্যাটনিক ভার্সেস বইটি পোড়ান হয়।

পাকিস্তান সরকার প্রিয় নবীর প্রতি সম্মান জানানোর জন্য শুক্রবার জাতীয় ছুটির দিন ঘোষণা করেছে।

বাংলাদেশ, ভারত, শ্রীলংকা এবং ইরাকে ভিডিও চলচ্চিত্রের নিন্দা জানিয়ে বিক্ষোভ হয়।
মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রের দুতাবাসগুলোকে উচ্চ সর্তক অবস্থায় রাখা হয়েছে।
XS
SM
MD
LG