ইসলামিক স্টেটের কাছ থেকে রামাদি দখলে নেবার পর ইরাকি বাহিনী শহরটিকে নিরাপদ করার চেষ্টা করছে। সেক্ষেত্রে তারা আগের তুলনায় গুরুতর প্রতিরোধের মোকাবেলা করছে।
সোমবার প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর কর্মকর্তা জানিয়েছিলেন, ইরাকি বাহিনী আনবার প্রদেশের রাজধানীর গুরুত্বপূর্ন অঞ্চলগুলোতে প্রবেশের পর, সেখান থেকে অল্প সংখ্যক আই এস যোদ্ধা সরে গেছে। বুধবার কর্মকর্তারা জানিয়েছেন, ইরাকি বাহিনী প্রতিরোধ ও বিক্ষিপ্ত হামলার সন্মুখীন হয়েছে। যা আই এস’র বড় ধরনের উপস্থিতির ইঙ্গিত দেয়।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেন, তারা এখনো সেখানে রয়েছে। এবং আরো সময় ও স্থান নেবার কৌশল অবলম্বন করছে। ঐ কর্মকর্তা রামাদিতে থাকা শত্রু যোদ্ধাদের সংখ্যা না বলতে পারলেও, তা কয়েক'শোর বেশী হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।