অ্যাকসেসিবিলিটি লিংক

রানা প্লাজা দুর্ঘটনার বিচার শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত ও আহতদের স্বজনরা


সাভারের রানা প্লাজায় দেশের শিল্প ইতিহাসের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর দুর্ঘটনার তিন বছর পূর্তি হলেও এ দুর্ঘটনার জন্য বিচার শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত ও আহতদের স্বজনরা , শ্রমিক সংগঠনের নেতারা এবং সাধারণ মানুষ । তিন বছর আগে এ দিনে প্রায় চার হাজার গার্মেন্টস শ্রমিকসহ রানা প্লাজা ধ্বসে পড়লে নিহ হন ১১৩৪ জন শ্রমিক, আহত হন প্রায় দেড় হাজার জন এবং নিখোঁজ হন ৪০ জন । সেদিনের এ দুর্ঘটনায় শুধু দেশে নয় সমগ্র বিশ্ববাসী স্তম্ভিত হয়েছিলেন । ওই অভিশপ্ত দিনের স্মরণে রোববার রানা প্লাজার ধংসস্তূপ স্থলে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক গার্মেন্টস অর্পণ করে হতাহতদের স্মরণ করেন তাদের স্বজনরা, শ্রমিকরা এবং শ্রমিক ও সামাজিক সংগঠন । উপস্থিত স্বজনরা ও শ্রমিক নেতারা এ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের ধ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত ও আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার দাবী জানান ।ঢাকায় জাতিয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধনে জাতিয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক মিলনও এমনি দাবি জানান। এদিকে আশুলিয়া শিল্প এলাকায় এদিন গার্মেন্টস খোলা রাখায় শ্রমিকরা ১০ টি কারখানায় ভাংচুর করে যখন অন্তত ১৫ জন আহত হন ।জহুরুল আলমের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:21 0:00

XS
SM
MD
LG