অ্যাকসেসিবিলিটি লিংক

টানা পঞ্চম দিনের মতো রাশিয়ায় রেকর্ড সংখ্যক মৃত্যু 


রাশিয়ার চিকিৎসা বিশেষজ্ঞরা করোনা ভাইরাসে আক্রান্ত একজন রোগীকে হাসতাপালের বাইরে স্থানান্তর করছেন, ফাইল ছবি ১৩ই অক্টোবর, ২০২১/ছবি তাতিয়ানা মাকেযেভা/রয়টার্স
রাশিয়ার চিকিৎসা বিশেষজ্ঞরা করোনা ভাইরাসে আক্রান্ত একজন রোগীকে হাসতাপালের বাইরে স্থানান্তর করছেন, ফাইল ছবি ১৩ই অক্টোবর, ২০২১/ছবি তাতিয়ানা মাকেযেভা/রয়টার্স

রাশিয়া টানা পঞ্চম দিনের মতো শনিবার রেকর্ড সংখ্যায় কভিড রোগে মৃত্যুর খবর দিয়েছেI রাশিয়া এখন কর্মক্ষেত্রে এক সপ্তাহব্যাপী বন্ধ ঘোষণা এবং আগামী সপ্তাহ থেকে আংশিক লক ডাউন আরোপ করার প্রস্তুতি নিচ্ছেI

রাশিয়ার জাতীয় করোনা ভাইরাস টাস্ক ফোর্স গত ২৪ ঘন্টায় ১,০৭৫টি মৃত্যুর খবর জানায়, যা ছিল মহামারী শুরু হওয়ার পর এ যাবৎ এক দিনে সবচাইতে বেশি, যার ফলে দেশটিতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২,২৯,৫২৮ এ । এই সংখ্যা এ যাবৎ ইউরোপে সর্বোচ্চI

কয়েক সপ্তাহ ধরে রাশিয়াতে প্রতিদনের মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছেI এর কারণ ভ্যাকসিন প্রয়োগের স্বল্প হার, সতর্কতামূলক পদক্ষেপ নিতে জনগণের অমনোযোগী মনোভাব এবং সরকারের তরফে বাধানিষেধের কড়াকড়িতে শিথিলতাI টাস্ক ফোর্স জানায়,রাশিয়ার ১৪কোটি ৬০ লক্ষ জনগণের মাত্র ১.৩% টিকা নিয়েছেন,যা দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর প্রতিকুল চাপের সৃষ্টি করেছেI

এ সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, কর্মীরা ৩০শে অক্টোবর থেকে ৭ই নভেম্বর পর্যন্ত "কাজ ছাড়া" থাকবেন, তবে তাদের বেতন দেয়া হবেI তিনি জানান এই ৭ দিনের ৪ দিনই সরকারি ছুটির দিন, যা কোন কোন এলাকায় আগে শুরু হতে পারে অথবা এর মেয়াদ বাড়ানো যেতে পারেI

শনিবার নামিবিয়ার স্বাস্থ্য মন্ত্রক তাদের দেশে রাশিয়ার তৈরী স্পুটনিক ভি ভ্যাকসিনের ব্যবহার স্থগিত রাখেI পার্শ্ববর্তী দেশ দক্ষিণ আফ্রিকার ভ্যাকসিন নিয়ন্ত্রকেরা HIV রোগগ্রস্ত লোকজনদের জন্য এই টিকা নিরাপদ কী না সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করলে নামিবিয়া সরকার এই পদক্ষেপ গ্রহণ করেনI

নিয়ন্ত্রকেরা জানান, যে তারা জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকসিনের আবেদন এখনই অনুমোদন করবেন না, কারণ গবেষণার ফলাফলে দেখা গিয়েছে যে স্পুটনিক ভি ভ্যাকসিনএব্যবহৃত "ভেক্টর ডেলিভারি সিস্টেম" পুরুষদের HIV সংক্রমণ আরো বাড়িয়ে দিতে পারেI

XS
SM
MD
LG