অ্যাকসেসিবিলিটি লিংক

রেডক্রস প্রধান রোহিঙ্গা প্রত্যাবাসনে সন্দিহান


আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রেসিডেন্ট পিটার মাউরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সন্দিহান। ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমার সফর করে তার মনে হয়েছে সমস্যাটির সমাধান শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে চলবে না, সমাধান আসতে হবে রাজনৈতিক দিক থেকে। পিটার মাউরা মিয়ানমার নেত্রী অং সান সুচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। তিনি বলেন, প্রত্যাবাসনে সবচেয়ে জরুরি হচ্ছে নিরাপত্তা। এটা নিশ্চিত করতে পারলেই সংকটের সমাধান হতে পারে। রেডক্রস প্রেসিডেন্ট অবশ্য বলেন, কাউকে দোষারোপ করতে তিনি এখানে আসেননি। সংকট সমাধানে দু’দেশের আগ্রহে কোন কমতি নেই। পিটার মাউরা বলেন, এই অঞ্চল সফর করে তিনি একটা ধারণা নিয়ে যাচ্ছেন, যেখানে মানুষ কিভাবে বসবাস করছে তার একটা চিত্র রয়েছে।কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প সফরের অভিজ্ঞতা বর্ণনা করে পিটার মাউরা বলেন, এক অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্যে তারা রয়েছে। বর্ষাকাল আসছে। তারা কিভাবে এই ক্যাম্পগুলোতে থাকবে? তারা তো দেশেও ফিরতে পারছে না। রাখাইনের অবস্থাও দেখে এসেছি। সেখানকার পরিস্থিতি ভালোÑ সেটাই বা কি করে বলি। একটা গ্রামে গিয়ে দেখেছি, ৯ হাজার বাসিন্দার মধ্যে মাত্র ২ হাজার অবস্থান করছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টানদের সঙ্গে কথা বলেছি। সবার এক কথা, চরম সামাজিক বিশৃঙ্খলা রয়েছে। স্থানীয় অর্থনীতির ভিত একদম ভেঙ্গে দেয়া হয়েছে। মানুষজনকে সাহায্যের ওপর নির্ভরশীল করা হয়েছে। পিটার মাউরা টেকসই পরিবেশ নিশ্চিত করা, অর্থনৈতিক বিনিয়োগ, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার মধ্যেই রোহিঙ্গা সংকটের সমাধান নিহিত রয়েছে বলে মন্তব্য করেন।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:56 0:00

XS
SM
MD
LG