অ্যাকসেসিবিলিটি লিংক

চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত কলকাতায় তাঁর বাসভবনে প্রয়াত হয়েছেন


জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত আজ সকালে কলকাতায় তাঁর বাসভবনে প্রয়াত হয়েছেন। কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন। আজ সকাল আটটায় ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৭ বছর। বুদ্ধদেব দাশগুপ্ত কবি হিসেবেও খ্যাত ছিলেন। তাঁর ফিল্মের মধ্যেও সেই কবিতার প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। কিছুদিন আগে আর এক চলচ্চিত্রকার অঞ্জন দত্তের সঙ্গে একটি সাক্ষাৎকারে বুদ্ধদেব বলেছিলেন, যে কোনও সৃষ্টিশীল কাজ করতে গেলে একা হওয়ার দরকার। তা সে কবিতা লেখা, ছবি আঁকা, ফিল্ম তৈরি করা, যা-ই হোক না কেন।

বুদ্ধদেব দাশগুপ্তের তৈরি পাঁচটি চলচ্চিত্র জাতীয় পুরস্কার পেয়েছে। আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে তিনটি ছবি। বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর ছবি মনোনীত হয়েছে এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে আমন্ত্রিত হয়ে গিয়েছেন তিনি। কয়েকটি তথ্যচিত্র করার পর তাঁর প্রথম কাহিনিচিত্র 'দূরত্ব' মুক্তি পাওয়া মাত্র জাতীয় পর্যায়ে সাড়া জাগায়। লোকার্নো চলচ্চিত্র উৎসবে সেটি পুরস্কৃত হয় ১৯৭৯ সালে। সে বারেই জাতীয় পর্যায়ে রৌপ্য কমল পুরস্কার পায় ছবিটি। এর পর আরও বহু ছবি তিনি করেছেন। বাণিজ্যিকভাবে সফলতা না পেলেও তাঁর গৃহযুদ্ধ, দূরত্ব, লাল দরজা, বাঘ বাহাদুর, তাহাদের কথা, ইত্যাদি ছবি অনেকেরই মনে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু জন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

XS
SM
MD
LG