অ্যাকসেসিবিলিটি লিংক

সরকার বিরোধী আন্দোলনে সহিংসতাকারীদের বিশেষ ট্রাইবুনালের সম্মুখীন হতে হবে


বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন চলাকালে যে সব সংঘাত, সহিংসতা, পেট্রোল বোমা হামলা এবং হত্যাকান্ডসহ যেসব ঘটনাবলী ঘটেছে তার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও অন্যান্যদের বিরুদ্ধে যে মামলা হয়েছে -তা বিচারে সরকার বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা করেছে। সন্ত্রাস বিরোধী আইনে এই বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হবে।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার ভাষায়- পেট্রোল বোমার নির্দেশদাতা খালেদা জিয়া এবং তার সহযোগীসহ সব অপরাধীর নামে দায়ের করা মামলাগুলো বিচারের জন্য সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রধানমন্ত্রী আরও বলেন, তার ভাষায়- খালেদা জিয়ার হুকুমে গত জানুয়ারি থেকে টানা হরতাল-অবরোধে মোট ১৩৪ জনকে হত্যা করা হয় ও ১৩৯৫টি যানবাহনে নাশকতা করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ২৭ ধারা মোতাবেক বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:36 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG