অ্যাকসেসিবিলিটি লিংক

বন্দিমুক্তির বিনিময়ে অর্থ প্রদানের খবর সত্য নয়-নেড প্রাইস 


ইরানের রাষ্ট্রীয় টেলিভশন জানায়, যে তেহরান, যুক্তরাষ্ট্র ও বৃটেনের সঙ্গে এক চুক্তিতে পৌঁছেছে যে, পশ্চিমের সঙ্গে সম্পর্কযুক্ত এমন বন্দিদের মুক্তির বিনিময়ে ইরানকে বহু বিলিয়ন ডলারের একটি নুতন অর্থনৈতিক সহায়তা দেয়া হবে, যুক্তরাষ্ট্র সেই খবরের সত্যতা অস্বীকার করেছেI

রবিবার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, নেড প্রাইস বলেন, বন্দি বিনিময় সম্পর্কিত চুক্তির খবর সত্য নয়I তিনি বলেন, তাঁর কথায়, "আমরা আগেও নিখোঁজ আমেরিকানদের ব্যাপারে আমাদের উদ্বেগ প্রকাশ করেছিI যতদিন না তারা পরিবারের সঙ্গে মিলিত হচ্ছেন, আমরা আমাদের উদ্বেগ উত্থাপন করে যাবো"I

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ, রণ ক্লেইনও সিবিএস মাধ্যমের 'ফেইস দি নেশন' অনুষ্ঠানে এই খবরের কথা অস্বীকার করেনI তিনি বলে, তাঁর কথায়, "৪ জন আমেরিকানদের মুক্তির ব্যাপারে কোনো চুক্তি হয় নি, তবে তাদের মুক্তির জন্য আমরা যথাসাধ্য করে যাচ্ছি"I

ইরানের কারাগারে এখনো বন্দি রয়েছেন, বাকের ও সিয়ামক নামাজি, পরিবেশবিদ, মোরাদ তাহবাজ ও ইরান-আমেরিকান ব্যবসায়ী, ইমাদ সার্গিI

এছাড়াও, ইরানের টিভিতে জানানো হয় যে, বৃটেন, ইরান ও বৃটেনের দ্বৈত নাগরিক, নাজনীন জাগারি রাটক্লিফ'র মুক্তির জন্য ৫৫২ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছেI

XS
SM
MD
LG