অ্যাকসেসিবিলিটি লিংক

শুক্রবার অনুষ্ঠিত হবে থাই সরকারের উদ্যোগে অভিবাসন বিষয়ক বৈঠক


শীত মৌসুমে সাগর শান্ত থাকায় এই পথে পুনরায় অবৈধ অভিবাসী গমনের শংকা প্রকাশ করেছে থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার সংশ্লিষ্ট দেশসমূহ। অবৈধ অভিবাসী সঙ্কট মোকাবেলাসহ এ বিষয়ে করণীয় নির্ধারণে থাইল্যান্ড সরকারের উদ্যোগে শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বিশেষ বৈঠক।

গত মে মাসে প্রথম বৈঠকটি হয়েছিল। বৈঠকে যোগ দেয়ার জন্য থাই সরকার সংশ্লিষ্ট দেশগুলো যেমন বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াকে আমন্ত্রণের পাশাপাশি সহযোগী দেশ যেমন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছে। বৈঠকে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর অভিবাসী সংস্থা আইওএম, উন্নয়ন সংস্থা ইউএনডিপিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম মঙ্গলবার প্রদত্ত এক বিবৃতিতে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতি পুনরায় যেন অভিবাসী সঙ্কট দেখা দিতে না পারে সে লক্ষ্যে কর্মপদ্ধতি গ্রহণের আহবান জানিয়েছে।

এদিকে, বুধবার মিয়ানমার থেকে আরও ১৫২ জন বাংলাদেশীকে হস্তান্তর করা হয়েছে-যাদের সাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছিল।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00



XS
SM
MD
LG