অ্যাকসেসিবিলিটি লিংক

রিপাবলিকান প্রার্থীদের ৬ষ্ঠ বিতর্কে প্রার্থীরা পররাষ্ট্র নীতি ও অর্থনৈতিক বিষয় নিয়ে তর্কযুদ্ধ লিপ্ত হন


প্রেসিডেন্সিয়াল প্রাইমারি বাছাই প্রক্রিয়া শুরুর ৩ সপ্তাহ বাকী থাকতে সাউথ ক্যারোলাইনায় বৃহস্পতিবার রিপাবলিকান প্রার্থীদের ৬ষ্ঠ বিতর্কে প্রার্থীরা পররাষ্ট্র নীতি ও অর্থনৈতিক বিষয় নিয়ে তর্কযুদ্ধ লিপ্ত হন।

ডনাল্ড ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার বিষয়ক বক্তব্যে সাবেক ফ্লোরিডা গভর্নর জেব বুশ চ্যালেঞ্জ ছুড়ে দেন তার প্রতি।

জাতিয় নিরাপত্তার নিশ্চয়তার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন:

“আমি এই দেশের নিরাপত্তা চাই। ইসলামী উগ্রবাদ নিয়ে আমরা ভয়াবহ সমস্যায় আছি। এটি শুধু এখানকার সমস্যা নয়, গোটা বিশ্বের সমস্যা”।

টেক্সাস সেনেটর টেড ক্রুজ কানাডায় জন্ম নিয়েছেন বলে তিনি যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট পদের জন্য যোগ্য নন, ট্রাম্পের এই কথা্য় ক্রুজও ট্রাম্পের সঙ্গে তর্কযুদ্ধে জড়িয়ে পড়েন।

“আমার ধারনা ভোটার সমর্থনের দিক দিয়ে আওওয়াতে ট্রাম্পের অবস্থান নীচে নেমে যাচ্ছে। তবে বিষয় হচ।ছে যুক্তরাষ্ট্রের আইন অনুসারে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের বিদেশে জন্ম নেয়া সন্তান একজন প্রাকৃতিকভাবে জন্ম নেয়া নাগরিক।

ক্রুজের প্রতি ট্রাম্প আমি জানি ডেমোক্রটরা মামলার জন্য তৈরী। আপনি প্রার্থী হলে আপনার বিরুদ্ধে মামলা হবে।

এছাড়া বিতর্কে অংশ নেনন মার্কো রুবিও ক্রিস ক্রিস্টি বেন কার্সন। ১লা ফেব্রুয়ারী আইওয়া ককাস ভোট হবে।

XS
SM
MD
LG