অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে রকেট হামলার জন্য যুক্তরাষ্ট্র কাউকে দায়ী করতে প্রস্তুত নয়


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা পশ্চিম ইরাকে একটি প্রধান ঘাঁটিতে হামলার বেশ কয়েকদিন পর এখন এর দায় কারও উপর চাপিয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন।আমেরিকান ও জোট বাহিনীর সৈন্যদের যে ঘাঁটিতে বাস, সেখানে দশটি রকেট আঘাত হানে। তবে প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনসহ কর্মকর্তারা হুঁশিয়ার করে দিয়েছেন যে, ওয়াশিংটনের এই সতর্কতামূলক পদক্ষেপকে কেউ যেন দূর্বলতা মনে না করে। রোববার প্রচারিত হবে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে অস্টিন বলেন যে, যারা এমন ধরণের আক্রমণ চালাবে তাদের বোঝা উচিত্ আমরা আমাদের প্রতিরক্ষার জন্য কি করতে পারি।তিনি বলেন, “আমরা যদি মনে করি, আমরা আঘাত হানবো, আমাদের সুবিধামতো সময়ে এবং স্থানে”।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন যে, আল আসাদ বিমান ঘাঁটিতে করা ঐ রকেট আক্রমণ পুর্ব দিকের একাধিক অবস্থান থেকে চালানো হয় তবে তাতে ক্ষতি হয়েছে খুব সামান্যই। এর আগে কর্মকর্তারা বলেছিলেন যে, আশ্রয় গ্রহণের জন্য দৌড়ুনোর সময়ে যুক্তরাষ্ট্রের একজন ঠিকাদার হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এ ব্যাপারে তদন্তের গতি জানতে চাইলে পেন্টাগন কর্মকর্তারা ধৈর্য ধরতে বলেন। এই তদন্তে নেতৃত্ব দিচ্ছে ইরাকের নিরাপত্তা বাহিনী।

XS
SM
MD
LG