মিয়ানমার থেকে বিতাড়িত যেসব রোহিঙ্গা সৌদি আরবে পাড়ি জমিয়ে সেখানে আটক হয়েছিলেন তাদের মধ্য থেকে অন্তত ১৩ জনকে বাংলাদেশে পাঠিয়েছে দেশটি। ঢাকা বিমানবন্দরেরে পুলিশ জানিয়েছে মঙ্গলবার ভোরে একটি ফ্লাইটে ওই ১৩ রোহিঙ্গা বাংলাদেশে এসে পৌছায় । পুলিশ জানিয়েছে বিমান বন্দরে পৌছার পর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা যে রোহিঙ্গা তা স্বীকার করেছেন। তারা আরও জানিয়েছেন মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে প্রবেশ করার পর তাঁদের পরিচয় গোপন করে বাংলাদেশেরে পাসপোর্ট গ্রহণ করেন এবং তা ব্যাবহার করে সৌদি আরব চলে যান ।
বাংলাদেশে আসার আগে বেআইনি ভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে এসকল রোহিঙ্গা দেশটির একটি বন্দীশিবিরে আটক ছিলেন বলে তাঁরা জানিয়েছেন। তবে এ সকল রোহিঙ্গাদের ভাগ্য কি হবে সে বিষয়ে কিছু জানা যায় নাই। এর আগে, রোববার লন্ডন ভিত্তিক একটি অনলাইন সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল অবৈধ অনুপ্রবেশের দায়ে গত প্রায় ৫ থেকে ৬ বছর সৌদি আরবের বন্দীশিবিরে আটক রহিঙ্গাদের দেশটি ফেরত পাঠাবে ।
ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।