অ্যাকসেসিবিলিটি লিংক

রাখাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের প্রত্যাবাসন হবে দুর্ভাগ্যজনক: ইউনিসেফ


মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে সেখানে উন্নতমানের নিরাপত্তা ব্যবস্থা এবং সাহায্য সংস্থা সমূহের অবাধ প্রবেশের নিশ্চয়তার ওপর জোর দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

ইউনিসেফ এর উপ-নির্বাহী পরিচালক জাষ্টিন ফোরসিথ কক্সবাজার জেলার কুতুপালং ক্যাম্প পরিদর্শন শেষে বুধবার এক বিবৃতিতে এমন বক্তব্য দিয়ে বলেছেন, মোট রোহিঙ্গা শরণার্থীর ৫৮ ভাগই শিশু এবং তাদের অনেকেই রাখাইনে সংঘটিত সহিংসতা এবং নৃশংস নির্যাতনের ঘটনায় ভিত সন্ত্রস্ত।

শিশু এবং তাদের পরিবারের মিয়ানমার যাওয়ার বিষয়টি স্বেচ্ছা প্রনদিত, নিরাপদ এবং সন্মানজনক হতে হবে বলে তিনি মন্তব্য করেন। সীমান্তের ওপারের গ্রামগুলোতে কয়েকদিন আগেও গোলা-গুলির শব্দ শোনা যাওয়ার উল্লেখ করে ইউনিসেফ এর এই কর্মকর্তা বলেন, যতক্ষণ পর্যন্ত না রাখাইনে শিশুদের নিরাপত্তা এবং সার্বিক মঙ্গল নিশ্চিত হচ্ছে তাদের প্রত্যাবাসন হবে দুর্ভাগ্যজনক।

উল্লেখ্য, গত আগস্ট মাসে মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, নির্যাতন এবং ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেতে প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG