অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা শিবিরে শিক্ষা কার্যক্রমে সফলতা পেয়েছে ইউনিসেফ


ইউনিসেফ রোহিঙ্গা শিবিরে শিক্ষা কার্যক্রমে সফলতা অর্জন করেছে। যদিও জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি বলছে, এখনো পৃথিবীর সবচেয়ে বড় এ শরণার্থী শিবিরে পর্যাপ্ত সেবা প্রদানে অনেক কাজ বাকি রয়েছে।

মানবাধিকার কর্মীদের হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ৬০ শতাংশই শিশু। একই সঙ্গে দারিদ্রপীড়িত শিবিরগুলোতে প্রতিদিন আরো শিশু জন্ম নিচ্ছে। চলতি বছর ইউনিসেফ ২ লাখ ৬০ হাজার শিশুর জন্য সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ কারণে তারা শিক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ২৫০০তে নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। বৃহস্পতিবার ইউনিসেফের তরফে বলা হয়েছে, রোহিঙ্গা শিবিরে বসবাসরত ১ লাখ ৪৫ হাজারেরও অধিক শিশু এখন তাদের শিক্ষা কার্যক্রমগুলোতে উপস্থিত থাকে। মানবাধিকার কর্মীরা এরই মধ্যে এ ধরনের ১৬০০ শিক্ষা কেন্দ্র তৈরি করেছে।

ইউনিসেফ তার সর্বশেষ রিপোর্টে বলেছে, ১৫ থেকে ২৪ বছর বয়সের রোহিঙ্গা তরুণদের ৯৭ শতাংশই কোন ধরনের শিক্ষা গ্রহণ করছে না।

মিয়ানমারের পশ্চিমাঞ্চল থেকে সহিংসতার মুখে ৯ লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা যাদের বেশির ভাগই মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর মধ্যে ৭ লাখেরও বেশি ২০১৭ সনের আগস্টে বাংলাদেশে এসেছে। বিদ্রোহীদের হামলার পটভূমিতে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে পাশবিক নির্যাতন শুরু করে। যুক্তরাষ্ট্র এ সহিংসতাকে জাতিগত নিধনযজ্ঞ হিসেবে বর্ণনা করেছে।

please wait

No media source currently available

0:00 0:01:24 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG