মিয়ানমার থেকে পালিয়ে-যাওয়া অনেক রোহিঙ্গা বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়বার চেষ্টা করতে পারে, এই আশঙ্কায়, ভারতের সীমান্ত রক্ষীরা তাদের বাধা দিতে ব্যবস্থা নিচ্ছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে তা জানানো হয়।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
দু দেশের মধ্যে ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের ১২০টি জায়গাকে চিহ্ণিত করে মোতায়েন করা হয়েছে বাড়তি রক্ষী। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ভারতে যে ৪০,০০০ রোহিঙ্গা আগেই ঢুকে পড়েছে, তাদের মধ্যে অনেকেরই যোগাযোগ রয়েছে জঙ্গী সংগঠনগুলির সঙ্গে। নতুন করে রোহিঙ্গাদের আগমন ঠেকাতে চায় ভারত। বাংলাদেশের নিরাপত্তা সংস্থারাও রোহিঙ্গাদের থেকে জঙ্গী উপদ্রবের আশঙ্কা নিয়ে উদ্বিগ্ন বলে ভারত জেনেছে। রোহিঙ্গাদের ভারতে থাকতে দেওয়া নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে।