অ্যাকসেসিবিলিটি লিংক

ভাসানচরে রোহিঙ্গ্যাদের পুনর্বাসনে জাতিসংঘ শরণার্থী সংস্থার বিরোধিতা 


বাংলাদেশ সরকারের বঙ্গোপসাগরের প্রত্যন্ত দ্বীপ, ভাসানচরে রোহিঙ্গ্যা শরণার্থীদের স্থানান্তরের বিরোধিতা করেছে জাতিসংঘ শরণার্থী এজেন্সীI বাংলাদেশের কর্তৃপক্ষ শুক্রবার, ১৫০০ 'র বেশি শরণার্থীদের ঘূর্ণিঝড় ও বন্যাপ্রবণ জনবসতিহীন,ভাসানচরে স্থানান্তর করেI

শরণার্থী বিষয়ে UNHCR 'র মুখপাত্র, বাবার বালুচ বলেন, স্থানান্তর প্রক্রিয়ায় জাতিসংঘের কোনো সংশ্লিষ্টতা ছিল না, এবং শরণার্থীদের শনাক্তকরণ প্রক্রিয়ায় তাদের কোনো ভূমিকা নেইI তিনি বলেন সার্বিক হস্তান্তরণ সম্পর্কে তাদেরকে যৎসামান্য তথ্য দেয়া হয়েছেI তিনি আরো জানান, UNHCR উদ্বিগ্ন যে, ভাসানচরে স্থানান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাদেরকে প্রয়োজনীয় তথ্য দেয়া হয়নিI

তবে বাংলাদেশের সরকার, শিবিরের উপচে পড়া ভিড় কমাতে এবং রোহিঙ্গ্যাদের জন্য উপযুক্ত বাসস্থান গড়ার প্রথম পদক্ষেপ হিসাবে ১ লক্ষ শরণার্থীদের ভাসানচরে নিয়ে যাওয়ার কর্মসূচি হাতে নেয় I তাদের আগমনের প্রস্তুতিতে নুতন অবকাঠামো, যেমন পাকা বাসস্থান, শেড এবং উন্নত পয়োনিষ্কাশনের বন্দোবস্ত সম্পন্ন করা হয়I

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার জানান, "ভাসানচরে যেতে কোনো শরণার্থীকে জোর করা হয়নি, যারা যেতে সম্মত হয়েছেন তাদেরকেই স্থানান্তরিত করা হয়েছেI কক্স বাজারের জনাকীর্ণ তাঁবুতে তাদেরকেশক্ত জীবনযাপন করতে হয়েছে, ভাসানচরে অবশ্যই তারা স্বাচ্ছন্দময় জীবন খুঁজে পাবেন বলে আমরা বিশ্বাসী"I

XS
SM
MD
LG