অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা প্রশ্নে মিয়ানমারের ওপরে চাপ সৃষ্টি করবে না চীনঃ আমেনা মোহসিন


রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক পর্যায়ে যে আলাপ-আলোচনা চলছিল তাতে বেশ ভাটা পড়েছে। এই প্রশ্নে অনেকদিন ধরেই দুই দেশের মধ্যে তেমন কোনো যোগাযোগও নেই। অন্যদিকে, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে বাংলাদেশের ভূমিকা নিয়ে মিয়ানমার ভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। ঢাকার পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হচ্ছে- যেমনটি হয়েছে রোববার। আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা মামলা নিয়ে বেশ চাপের মুখে রয়েছে মিয়ানমার। তবে, চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোহিঙ্গা প্রশ্নে মিয়ানমারের ওপরে কোনো চাপ সৃষ্টি তারা করবে না এবং তাদের ভূমিকা হবে নিরপেক্ষ। আর এসব বিষয় নিয়েই বিশ্লেষণ করেছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং বিশ্লেষক ড. আমেনা মহসীন।

please wait
Embed

No media source currently available

0:00 0:07:03 0:00


XS
SM
MD
LG