অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা শরণার্থীদের অত্যাসন্ন ঝুঁকির ব্যাপারে জাতিসংঘের হুঁশিয়ারি


কক্সবাজার ও সংলগ্ন এলাকায় তাঁবুতে অবস্থারত বিশাল রোহিঙ্গা শরণার্থীরা বর্ষা মরশুমে বন্যা, ভূমিধস ও অন্যান্ন পানিবাহিত রোগে আক্রান্ত হতে পারেন বলে জাতিসংঘ শরণার্থী সংস্থা হুঁশিয়ার করে দিয়েছে I সংস্থাটি মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা শরণার্থীদের দুর্ভোগ মোচনে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছেন I

বাংলাদেশে বর্ষাকাল অত্যাসন্ন; মার্চ বা এপ্রিল থেকেই শুরু হতে পারে দীর্ঘায়িত বর্ষা মরশুম I তাই উদ্বেগ বাড়ছে যে, জরাজীর্ণ তাঁবুতে ঠাঁই নেয়া শরণার্থীরা বন্যা বা ভূমিধ্বসের ঝুঁকিতে পড়তে পারেন I

XS
SM
MD
LG