মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন এবং হত্যাযজ্ঞের প্রায় দু বছর হতে চললো। এই সময়ে রোহিঙ্গাদের সমস্যার কোন সমাধান হয়নি। গত বছরের পর এই দ্বিতীয় বারের মতো রোহিঙ্গার প্রত্যাবাসন প্রক্রিয়া ও ব্যর্থ হয়। সমস্যার স্বরূপ সম্পর্কে একান্ত এক সাক্ষাৎকারে Physicians for Human Rights ‘ এর অন্যতম পরিচালক ফিলিম কাইন বলছেন যে আমরা রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের উপর মিয়ান্মারের নিরাপত্তা বাহিনীর সেই ব্যাপক ও পরিকল্পিত হত্যাযজ্ঞ, যৌন নিপীড়ন, নির্যাতনধর্মী অভিযানের দু বছর পূর্তির প্রাক্কালে রয়েছি এবং দু বছর পর এই চিত্রটা এখনও খুব নৈরাশ্যজনক।
আমরা এখন যা দেখছি তা হলো সেখানে বিচারহীনতার চিত্র। সেই সময়ে রোহিঙ্গা অসামরিক লোকের ওপর গণনির্যাতন যারা চালালো তাদের কাউকেই এখনো বিচারের সম্মুখীন করা হয়নি। এই পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। তিনি আরও বলেন যে আন্তর্জাতিক সম্প্রদায় এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। এ সব বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন আনিস আহমেদ