অ্যাকসেসিবিলিটি লিংক

মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়নি-অং সান সুচি


মিয়ানমারের নেত্রী অং সান সুচি রোহিঙ্গা গণহত্যার অপরাধ অস্বীকার করেছেন। বুধবার জাতিসংঘের শীর্ষ আদালত নেদারল্যান্ডের দ্যা হেইগে আন্তর্জাতিক বিচার আদালতে সুচি তার দেশের পক্ষ নিয়ে বলেছেন, মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়নি, মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যন্তরীণ সশস্ত্র হামলা মোকাবেলা করার কারণে কয়েক হাজার সংখ্যালঘু সেই স্থান ত্যাগ করে।তিনি বলেন মিয়ানমারের সেনাবাহিনী যদি অপরাধ করে থাকে তাহলে তা দেশীয় বিচারব্যবস্থায় নিস্পত্তি করা হবে।

আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা পালন করেন সুচি। তিনি তার সরকারের দাবী যে ২০১৭ সালের অগাস্টে পশ্চিম রাখাইন রাজ্যে রোহিঙ্গা জঙ্গিরা নিরাপত্তা চৌকি আক্রমণ করে। এবং মিয়ানমার সেনাবাহিনীর লক্ষ্য রোহিঙ্গা জঙ্গি বাহিনী। জাতিসংঘের এক তদন্তে জানানো হয় গণহত্যার উদ্দেশ্য নিয়ে এই অভিযান চালানো হয়।

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলা আন্তর্জাতিক আদালতে দায়ের করে পশ্চিম আফ্রিকার ছোট একটি দেশ গ্যাম্বিয়া।

XS
SM
MD
LG