অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া হূঁশিয়ারী দিয়েছে ,নিরাপত্তা পরিষদকে সিরিয়া নিয়ে প্রস্তাব গ্রহনে চাপ দিলে দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে ।


রাশিয়া হূঁশিয়ারী দিয়েছে ,নিরাপত্তা পরিষদকে সিরিয়া নিয়ে প্রস্তাব গ্রহনে চাপ দিলে দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে ।
রাশিয়া হূঁশিয়ারী দিয়েছে ,নিরাপত্তা পরিষদকে সিরিয়া নিয়ে প্রস্তাব গ্রহনে চাপ দিলে দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে ।

রাশিয়া হূঁশিয়ারী ব্যক্ত করে বলেছে – পশ্চিম এবং আরব উদ্যোগে , সিরিয়া বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে প্রস্তাব গ্রহনে চাপ দেওয়া হলে দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে ।

রাশিয়ার ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী গেন্নাদি গাতিলফ মঙ্গলবার বলেছেন – পশ্চিম ও আরব সমর্থিত খসড়া প্রস্তাব , প্রেসিডেন্ট বাশার আল আসাদের ১১ বছরের স্বৈরাচারী শাসনের বিরূদ্ধে পরিচালিত বিদ্রোহ নিয়ে কোনো সমঝোতা অর্জন করবে না ।

সিরিয়ার বিরোধী দলিয় মতাদর্শীরা বলেছেন – মঙ্গলবার সরকারী বাহিনীর সৈন্যেরা দামেস্কের পূর্বাঞ্চলবর্তী উপকন্ঠে নিজেদের অবস্থান সূসংহত করেছে । এর আগে ওখানটায় বিদ্রোহিদের সঙ্গে সরকারী বাহিনীর ধুন্দুমার লড়াই হয়েছে । বিদ্রোহিরা তখন অল্প সময়ের জন্যে জনপদটির নিয়ন্ত্রণ হাতে পেয়েছিলো । স্থানটি বাশার আসাদের ক্ষমতার আসন থেকে খুব বেশি দূরে নয় । মাত্রই কয়েক কিলোমিটার দূরে ।

XS
SM
MD
LG