অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপীয় পরিষদ সিরিয়ায় মধ্যপন্থীদের বিরুদ্ধে বিমান হামলা অবিলম্বে বন্ধকরার জন্য রাশিয়ার প্রতি আহ্ববান জানায়


A video grab made on October 12, 2015, shows an image taken from a footage made available on the Russian Defence Ministry's official website, purporting to show explosions after airstrikes carried out by Russian air force on what Russia says was an Islami
A video grab made on October 12, 2015, shows an image taken from a footage made available on the Russian Defence Ministry's official website, purporting to show explosions after airstrikes carried out by Russian air force on what Russia says was an Islami

ইউরোপীয় পরিষদ, সিরিয়ায় অবিলম্বে, ইসলামিক স্টেট নয় অথবা জাতিসংঘ নির্ধারিত সন্ত্রাসী সংগঠন নয়, সেরকম লক্ষ্যস্থলের উপর সামরিক হামলা বন্ধ করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানায়।

ইইউর এক বিবৃতিতে বলা হয় মধ্যপন্থী বিরোধীদের বিরুদ্ধে--সাম্প্রতিক রুশ সামরিক হামলা উদ্বেগের বিষয় এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় থেকে বলা হয় তাদের জঙ্গি বিমান গত ২৪ ঘন্টায় ৫৩ টি লক্ষ্যস্থলের উপর হামলা চালায়। তারা অনলাইনে বিমান হামলার ভিডিও দিয়েছে। তারা বলেছে ওই বিমান হামলা চালানো হয় ইদলিব প্রদেশে ইসলামিক স্টেটের প্রশিক্ষন শিবিরে এবং লাত্তাকিয়া প্রদেশে ভূগর্ভস্থ আইএস ঘাটিতে।

XS
SM
MD
LG