অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার পক্ষ থেকে বলা হয়-প্রেসিডেন্ট আসাদের ভাগ্য নির্ধারণ রাশিয়ার লক্ষাদর্শের জন্যে অতীব গুরুত্বপুর্ণ নয়


আজ বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফ বলেন, সিরিয়ায় লড়ছে যে অনেক ক’টি বিরোধী পক্ষ তার মধ্যে থেকে কোনটি ভবিষ্যতের শান্তি আলোচনায় অংশ নেবার জন্যে মনোনিত হবে এবং সন্ত্রাসী রুপে বিবেচিত হবে কারা, তা স্থির করার প্রয়োজনের ওপরেই গুরুত্ব আরোপ করতে হবে।

মস্কোয় সিরিয়া সংক্রান্ত জাতিসংঘ দূত স্টেফান ডে মিসটুরার সঙ্গে আলোচনার পর তিনি কথা বলছিলেন সংবাদ সম্মেলনে।দু’হাজার এগারোর মার্চ থেকে নিয়ে দু’ লক্ষ চল্লিশ হাজারের বেশি মানুষের প্রাণ হানি হয়েছে যে সংঘাতে,তারই রাজনৈতিক একটি ফয়সলা সন্ধানের প্রক্রিয়া নিয়ে কথা বলেন তাঁরা।

এর আগে বুধবারেই,রূশ প্রেসিডেন্ট Vladimir Putin-এর দফতর থেকে বলা হয় – তিনি,সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িব এরদোয়ানের সঙ্গে টেলিফোনে।এবং দু’জনই রাজনৈতিক সংলাপ অব্যাহত রাখার ব্যাপারে প্রস্তুত রয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়- প্রেসিডেন্ট আসাদের ভাগ্য নির্ধারণ করবে সিরিয়ার জনগন,তাঁকে ক্ষমতায় টিকিয়ে রাখা রাশিয়ার লক্ষাদর্শের জন্যে অতীব গুরুত্বপুর্ণ কিছু নয়।

XS
SM
MD
LG